গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেশাজাতীয় ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬টি দেশীয় অস্ত্রসহ বাহাদুর সরকার (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলম।
রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের মালমঞ্চা এলাকা থেকে যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাহাদুর সরকার ওই এলাকার আব্দুল মজিদের ছেলে।
যৌথ বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানটি চলে পুরো রাতজুড়ে। এসময় ১৮০ পিস নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল, ৬টি দেশীয় অস্ত্র, ২টি মোবাইল ফোন ও একটি পাঁচশ টাকার জাল নোটসহ বাহাদুর সরকারকে গ্রেপ্তার করা হয়। বাহাদুর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পরে সকালে আসামীকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তার বাহাদুর সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম