ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে শামীমা আক্তার ওরফে আঙ্গুরী (৪৫) নামক এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে ঢাকা-বেনাপোল রেললাইনের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সারসাকান্দী গ্রামের রেললাইনে। নিহত স্কুল শিক্ষিকা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সারসাকান্দি গ্রামের বাসিন্দা ও সারসাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি দুই পুত্র সন্তানের মাতা।
ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার সাকিব আকন্দ জানান, শুক্রবার (১১ জুলাই) দুপুর সোয়া বারোটার ১২ টার দিকে ঢাকা থেকে বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেসে কাটা পরে শামীমা আক্তার নামক এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। তিনি সারসাকান্দি গ্রামের সাত্তার সিকদারের কন্যা ও একই গ্রামের আশরাফ শেখের সহধর্মিণী।
ভাঙ্গা রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. শাফুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ট্রেনে কাটা অবস্থায় লাশ দেখতে পাই। এলাকাবাসী লাশটি স্কুল শিক্ষিকা শামীমা আক্তারের বলে সনাক্ত করেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম