গাজীপুরের টঙ্গীতে কলেজ শিক্ষার্থী মাহফুজুর রহমানসহ একের পর এক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজগেট এলাকায় ‘টঙ্গী যুব সমাজ’ ও নিরাপদ সড়ক চাই গাজীপুর সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সংগঠনের প্রায় কয়েক’শ সদস্য ও সাধারণ জনগণ অংশগ্রহণ করে। প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সংগঠনের সদস্য ও এলাকাবাসী বলেন, সাধারণ মানুষ রাতে নিরাপদে সড়ক-মহাসড়কে চলাচল করতে পারছে না।
একের পর এক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মৃত্যুর ঘটনা ঘটছে। মাহফুজ একজন নিরপরাধ মানুষ। ছিনতাইকারীরা তাদের বাঁচতে দিলো না। এ সময় বক্তরা মাহফুজুরে হত্যার কারণ ও হত্যাকারিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর উড়াল সড়ক থেকে টঙ্গী বাজার সেনা কল্যাণভবনগামী সংযোগ সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পোশাক শ্রমিক মাহফুজুর রহমানের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/হিমেল