দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় বয় ব্যান্ড ‘এনসিটি’র সাবেক সদস্য তেইলকে এক বিদেশি নারীকে ধর্ষণের দায়ে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ জুলাই) এই রায় দেন সিউলের আদালত এবং সঙ্গে সঙ্গে তেইলকে আটক করার নির্দেশও দেওয়া হয়।
এই মামলায় তেইলের আরও দুই সহযোগীকেও একই মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং তাদেরও কারাগারে পাঠানো হয়েছে। আদালতের ভাষ্য অনুযায়ী, তারা ২০২৪ সালের জুনে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক চীনা নারীকে যৌন নিপীড়ন করেছিলেন। ঘটনার পর তারা জামিনে মুক্ত ছিলেন এবং সে সময়েই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে জানা গেছে, আদালত অপরাধটিকে "অত্যন্ত গুরুতর" হিসেবে আখ্যা দিয়েছে। রায়ে উল্লেখ করা হয়, ভুক্তভোগী নারী তখন আত্মরক্ষার সামর্থ্য হারিয়েছিলেন। তবে অভিযুক্তরা প্রথমবার এমন অপরাধ করায় আদালত তাদের সাত বছরের সাজা কমিয়ে সাড়ে তিন বছর করেছে।
আদালত আরও নির্দেশ দিয়েছে, তিনজনকেই ৪০ ঘণ্টার ‘যৌন সহিংসতা প্রতিরোধ’ বিষয়ক একটি বিশেষ চিকিৎসামূলক কাউন্সেলিং কর্মসূচিতে অংশ নিতে হবে।
‘তেইল’ নামেই পরিচিত ওই সংগীতশিল্পীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে ২০২৩ সালের আগস্টে। এরপরই তিনি কে-পপ ব্যান্ড ‘এনসিটি’ থেকে সরে দাঁড়ান।
বিডি প্রতিদিন/আশিক