রাজধানীর ডেমরায় বাসাবাড়ি ৩০ হাজার টাকা চুরি করে পালিয়ে যাওয়ার সময় আশিক (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার সময় ডেমরা স্টাফ কোয়ার্টারের পূর্ব পাশের পুকুরপাড় থেকে সার্জেন্ট হাবিবের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। আটককৃত যুবক চুরির করার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে ডেমরা জোনের সার্জেন্ট হাবিব জানান, সকালে ডিউটটিতে থাকাকালীন ওই যুবক চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে পেছন থেকে ধাওয়া করে।
তিনি আরও জানান, পরে আমিসহ অন্যান্য পুলিশ সদস্যদের সহায়তায় তাকে আটক করি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ