সারা দেশে মতো গোপালগঞ্জে ছয় দফা দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভ সমাবেশ করেন গোপালগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীরা। তারা রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে এবং নিজেরা রাস্তায় বসে পড়ে মহাসড়ক অবরোধ করেন।
দুপুর ১২টা থেকে তারা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থলে আসেন। তাদের অনুরোধে দুপুর ২টায় তাদের অবরোধ তুলে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/কেএ