বহুল প্রতীক্ষিত জিফোর্স আরটিএক্স ৫০৬০ সিরিজের গ্রাফিক্স কার্ড বাজারে আনছে এনভিডিয়া। এই সিরিজে রয়েছে তিনটি মডেল। যার মাঝে আরটিএক্স ৫০৬০ টিআই-এর ১৬ জিবি ও ৮ জিবি সংস্করণ আজ থেকেই বাজারে পাওয়া যাচ্ছে। তুলনামূলক কমদামি আরটিএক্স ৫০৬০ (নন-টিআই) মডেলটি আগামী মে মাসে বাজারে আসবে, তাতেও থাকবে ৮ জিবি ভিডিও মেমোরি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনভিডিয়ার জিফোর্স মার্কেটিং-এর ভাইস প্রেসিডেন্ট ম্যাট ওয়েবলিং জানান, ‘আরটিএক্স ৫০৬০ সিরিজ গেমারদের জন্য নতুন প্রজন্মের পারফরম্যান্স এবং এআই-ভিত্তিক ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিয়ে এসেছে মাত্র ২৯৯ ডলারে।’
তিনি আরও বলেন, ‘উন্নত এনভিডিয়া ব্ল্যাকওয়েল আর্কিটেকচারে নির্মিত এবং ডিএলএসএস ৪ প্রযুক্তি সমৃদ্ধ এই নতুন জিপিইউ সিরিজটি ১০০ টিরও বেশি গেমে উন্নত গ্রাফিক্স, উচ্চ ফ্রেমরেট এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করবে।’
আরটিএক্স ৫০৬০ সিরিজের সব কার্ডেই রয়েছে ডিএলএসএস ৪ প্রযুক্তি, যার মাধ্যমে মাল্টি ফ্রেম জেনারেশন, সুপার রেজলিউশন এবং এনভিডিয়া রিফ্লেক্স চালু রাখা সম্ভব। এতে ফ্রেমরেট বাড়ানো, রেজলিউশন উন্নত করা এবং ল্যাটেন্সি কমানো সম্ভব হয়।
ফলে তুলনামূলক কম খরচে সাধারণ গেমাররাও হাই-এন্ড গেমিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। এছাড়া, রে-ট্রেসিং সক্ষমতা থাকার কারণে আলো, ছায়া ও প্রতিচ্ছবিগুলো বাস্তবধর্মীভাবে ফুটে ওঠে, যা গেমিং অভিজ্ঞতা বাড়ায়।
দাম
আরটিএক্স ৫০৬০ কার্ডের প্রাথমিক মূল্য ২৯৯ ডলার (প্রায় ৩৬,৩৫৫ টাকা)। আরটিএক্স ৫০৬০ টিআই এর ১৬ জিবি ও ৮ জিবি সংস্করণ যথাক্রমে ৪২৯ ডলার (প্রায় ৫২,১৭১ টাকা) ও ৩৭৯ ডলার (প্রায় ৪৬,০৮৩ টাকা)।
পারফরম্যান্স
এনভিডিয়ার প্রকাশিত বেঞ্চমার্ক অনুযায়ী, ডেল্টা ফোর্স গেমে আরটিএক্স ৫০৬০ টিআই-এর ফ্রেমরেট ৫০৬০-এর তুলনায় ১০০ থেকে ১৩০ FPS পর্যন্ত বেড়েছে। নতুন কার্ডগুলো ৪ গুণ ফ্রেম জেনারেশন সাপোর্ট করে, যেখানে আগেরগুলো ২ গুণে সীমিত ছিল।
বাজার প্রতিযোগিতা
বর্তমানে এএমডি’র রেডিয়ন আরএক্স ৯০০০ সিরিজে ৩০০ ডলারের নিচে কোনো মডেল নেই। রেডিয়ন আরএক্স ৯০৭০ এর দাম ৫৪৯ ডলার। রেডিয়নের আরএক্স ৯০৬০ সিরিজ আসতে পারে বলে গুঞ্জন রয়েছে। বর্তমানে রেডিয়ন আরএক্স ৭৬০০ এর দাম ৩০০ ডলার, আর ৭৬০০ এক্সটি বিক্রি হচ্ছে ৪০০ ডলারের বেশি দামে।
এনভিডিয়ার আরটিএক্স ৫০৬০ সিরিজের আগমনে পুরোনো মডেলগুলোর দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি বাজারে পর্যাপ্ত মজুত থাকে।
বিডি প্রতিদিন/আশিক