চট্টগ্রামের হাটহাজারীতে চাঁদা না দেওয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে হত্যা ও গুমের হুমকির অভিযোগ তুলেছেন মোহাম্মদ ওসমান গণি নামের এক প্রবাসী। এমনকি চাঁদা না পেয়ে এরইমধ্যে সাইনবোর্ড টানিয়ে অভিনব কায়দায় তার জমি দখল করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
বুধবার সকালে এ ঘটনার প্রতিকার চেয়ে চট্টগ্রাম নগরীর কাজীরদেউরী এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন প্রবাসী ওসমান গণি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওসমান গণির আত্মীয় মো. মনির।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ওসমান গণি সারাজীবনের কষ্টার্জিত টাকা দিয়ে কয়েক বছর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় শূন্য দশমিক ৩ একর জায়গা ক্রয় করেন। ওই জায়গায় ওসমান গণি ছাড়া কোনো পক্ষ বা কেউ অংশীদার নেই। জায়গাটিতে ওসমান গণির পরিবার দীর্ঘ দিন ধরে নানা চাষাবাদ করে আসছে। ওসমান গণির কাছে এলাকার চাঁদাবাজ হিসেবে পরিচিত মোহাম্মদ নাসির উদ্দীন চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় কয়েকদিন আগে ওসমান গণির সেই জায়গায় আল নাসের রিয়েল এস্টেটের সাইনবোর্ড টানিয়ে দেন নাসির উদ্দিন।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করা হয়।
বিডি প্রতিদিন/কেএ