রাজধানীর উত্তরা ও আগারগাঁও এলাকায় ফুটপাত এবং সড়ক দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) দুটি পৃথক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এতে উচ্ছেদ করা হয়েছে প্রায় ৪০০ অবৈধ দোকান ও স্থাপনা।
আগারগাঁওয়ের শেরেবাংলা নগর এলাকায় ডিএনসিসির অঞ্চল-৫ এর অধীনে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট থেকে ঢাকা-আরিচা সড়ক পর্যন্ত উভয় পাশে থাকা প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এর ফলে দেড় কিলোমিটার সড়ক ও ফুটপাত দখলমুক্ত হয়। উচ্ছেদকৃত দোকানের মধ্যে ছিল বিভিন্ন খাবারের হোটেল, টং দোকান এবং হকারদের স্থাপনা।
এদিকে, উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকার রানাভোলা সড়কে ডিএনসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান এবং সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানমের নেতৃত্বে পরিচালিত অভিযানে আরও ২০০টির বেশি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। সুইচ গেট থেকে কামারপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার কাঁচা অংশ দখলমুক্ত করা হয়। এখানে থাকা খাবারের হোটেল, বাঁশের আড়ৎ, নার্সারি, হকারদের দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
ডিএনসিসি সূত্র জানায়, নগরবাসীর চলাচলের সুবিধার্থে এবং নগর ব্যবস্থাপনা সুদৃঢ় করতে পহেলা বৈশাখের পর থেকেই নিয়মিত উচ্ছেদ অভিযান চালানোর ঘোষণা দিয়েছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। সেই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা