রাজধানীর উত্তরায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় লিপি বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে খন্দকার ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে পলোয়েল মার্কেটের সামনে সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত লিপি বেগমের গ্রামের বাড়ি ঝালকাঠি কোতোয়ালি থানায়। তার বাবার ছাত্তার হাওলাদার।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন উত্তরা পূর্ব থানার এসআই মো. মিল্টন মিয়া। তিনি বলেন, ওই নারী তার কর্মস্থলে পায়ে হেঁটে যাওয়ার সময় পলয়েল মার্কেটের সামনে একটি বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে সেখান থেকে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ