রাজধানী ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের হাতে বিপ্লব গাজী (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) রাতে ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বিপ্লব রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের মৃত দেলোয়ার গাজীর ছেলে।
জানা যায়, পুরান ঢাকা এলাকায় ভাড়া বাসায় বিপ্লব একাই থাকতেন। গত রবিবার থেকে বিপ্লব নিখোঁজ ছিলেন। সোমবার বিপ্লব যে বাসায় ভাড়া থাকতেন সেখানে গিয়ে বাসার মালিকের কাছে তার খোঁজ জানতে চাওয়া হলে বাসার মালিকসহ বিপ্লবের ফ্ল্যাটে গেলে বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পাওয়া যায়। সন্দেহ হলে স্থানীয় থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশের উপস্থিতিতে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে গিয়ে বিপ্লবের মৃত অবস্থায় পাওয়া যায়।
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিপ্লব নামের ওই যুবককে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাকে খুন করার পর কম্বল দিয়ে তার শরীর ঢাকা ছিল। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তার শরীরে অসংখ্য ক্ষত ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। নিহত বিপ্লবের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ