কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি, সিলেটের আংশিক কমিটি গঠিত হয়েছে। সোমবার স্থানীয় একটি হোটেলে সিলেটস্থ অষ্টগ্রাম উপজেলাবাসীর উদ্যোগে প্রথমবারের মত এ কমিটি গঠিত হয়। সর্বসম্মতভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে আয়াজ আলম ভূঁইয়া ও আশিক মিয়া।
অন্যান্যের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হাফিজ আশরাফী, ও প্রচার সম্পাদক সুজন মিয়া নির্বাচিত হয়েছেন।
এদিকে কমিটি গঠন উপলক্ষে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
সভাপতির বক্তব্যে আয়াজ আলম ভূঁইয়া বলেন, সিলেটে বসবাসরত অষ্টগ্রামের মানুষের উন্নয়ন ও কল্যাণের জন্য কাজ করবে নব গঠিত এ সমিতি। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
বিডি প্রতিদিন/আরাফাত