রাজধানীর রামপুরায় ব্যাগে মোড়ানো অবস্থায় দুইটি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে রামপুরার চৌধুরীপাড়ার ফকির আলমগীর সড়কে একটি ভবনের পাশ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করতে পারেনি পুলিশ।
ডিএমপির রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, একটি ভবনের পাশে একটি ব্যাগ পড়ে ছিল। পরে পুলিশ গিয়ে দুইটি বিদেশি পিস্তল, একটি রিভালবার ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। শুক্রবার দুপুরে এসব অস্ত্র উদ্ধার করা হলেও এখনও কাউকে আটক বা শনাক্ত করা যায়নি। কারা এসব অস্ত্র এখানে মজুদ করেছিল তা জানতে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া গুলির মধ্যে পুলিশের লুট হওয়া কয়েকটি গুলি রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ