রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের ঢালে উঠার সময়ে জ্যামে পড়া একটি কাভার্ডভ্যানের চালককে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ৬/৭ জন ছিনতাইকারী গাড়িতে ঢুকে চালক মো. মহিন (৩৮) কে জিম্মি করে টাকা দাবি করেন। চালক টাকা না দেয়ায় তার ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার নিকট থাকা নগদ (২৪০০০) চব্বিশ হাজার টাকা নিয়ে চলে যায় তারা।
আহত চালক মহিন তেজগাঁওয়ের একটি ট্রান্সপোর্টের গাড়ি চালক। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। আহত অবস্থায় তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আহত ব্যক্তি ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন