বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে অনেক আগেই। এখন মানবতাবিরোধী কাজের জন্য তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আওয়ামী লীগ দেশবিরোধী নাশকতার পরিকল্পনা করেছে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানে স্টেপডাউন করা আওয়ামী লীগ শাটডাউন–লকডাউন দিয়ে বাংলাদেশকে কখনোই ব্রেকডাউন করতে পারবে না। পলাতক ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল।
মঙ্গলবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন গ্রামে সংসদ নির্বাচন সামনে রেখে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, দিল্লিতে পলাতক থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে তারা নিজেরাই দিল্লির লাড্ডু খেয়ে পান্তা ভাতে ঘি ঢালার মতো অবস্থায় পড়েছে। জনগণ এখন আওয়ামী লীগকে গণশত্রু হিসেবে চিহ্নিত করে। তাদের রাজনীতির চ্যাপ্টার চিরতরে ক্লোজড। আধিপত্যবাদী শক্তির দোসর হয়ে তারা বাংলাদেশের পায়ে দাসত্বের বেড়ি পড়াতে চেয়েছিল। গুম-খুন করে প্রতিবাদের ঝড় থামাতে চেয়েছিল তারা। কিন্তু স্বাধীনতাপ্রিয় জনগণ নিষ্ঠুর দমন নিপীড়ন উপেক্ষা করে গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই অপচেষ্টা রুখে দিয়েছে।
প্রিন্স বলেন, দুর্নীতি, লুটপাট আর দুঃশাসনের মাধ্যমে আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। এখন দেশকে নতুন করে গড়ার পালা।
তিনি আগামী নির্বাচনে দক্ষ বুঝে পক্ষ নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশকে পুনর্গঠনে যোগ্য দল একটাই—বিএনপি। সামনে অনেক কাজ, অনেক চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণ ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমন্বয়ে ‘রেইনবো নেশন’ এবং ইনক্লুসিভ ও পজিটিভ বাংলাদেশ গড়ে তুলবে।
এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত