বান্দরবানের লামায় পরিবেশ অধিদফতরের অভিযান চলাকালে বাধা দেওয়ার অভিযোগে এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী এরফানুল হকসহ (২৫) ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) রাতে পরিবেশ অধিদফতরের পরিদর্শক মোহাম্মদ নূর উদ্দিন বাদী হয়ে পরিবেশ আইন ও দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩৪১/১৮৬/৫০৬ ধারায় লামা থানায় মামলাটি করেন।
বিষয়টি লামা থানার ওসি তোফাজ্জল হোসেন নিশ্চিত করেছেন। মামলার অন্যান্য আসামিরা হলেন- মিজবাহ উদ্দিন মিন্টু (৪৮), মো. মহিউদ্দিন (৪০), এবি ওয়াহিদ (৫০), শওকত ওসমান (৪০), মুজিবুল হক চৌধুরী (৫০), খায়ের উদ্দিন মাস্টার (৫০), মিজান, জলিল, আলম মেম্বার ও জহির।
পরিবেশ অধিদফতরের বান্দরবান অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক রেজাউল করীম চৌধুরী জানান, গত ১৬ নভেম্বর লামা উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানুল ইসলামের নেতৃত্বে ফাইতং এলাকার অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করতে গেলে ইটভাটার পক্ষের লোকজন কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে বাধা দেন। এ ঘটনায় মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল