আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে স্বাগত জানিয়েছে জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের দুই শহীদ পরিবার। এ রায়কে ৫ আগস্টের চূড়ান্ত বিজয়ের প্রতীক উল্লেখ করে দ্রুত বাস্তবায়নের দাবি জানায় তারা।
রায়ের প্রতিক্রিয়ায় শহীদ ওয়াসিম আকরামের বাবা শফি আলম বলেন, এ রায়ে দেশবাসীর মতো আমিও আনন্দিত। তবে শুধু হাসিনা নয়—যারা হত্যা, হামলা ও নির্দেশনায় জড়িত ছিল, সবাইকে বিচার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
শহীদ ফয়সাল আহমেদ শান্তর মা কহিনূর আক্তার বলেন, আমার সন্তান আর ফিরবে না। কিন্তু হাসিনার ফাঁসির রায় শুনে মনে কিছুটা শান্তি পেয়েছি। তবে যতক্ষণ পর্যন্ত এ রায় কার্যকর না হচ্ছে, ততক্ষণ সত্যিকারের শান্তি মিলবে না। হাসিনাকে দেশে এনে যেন ফাঁসি কার্যকর করা হয়, সরকার ও আন্তর্জাতিক মহলের কাছে এই দাবি জানাই।
তিনি আরও বলেন, আমার সন্তান শান্ত একটি ন্যায়ভিত্তিক দেশের স্বপ্ন দেখত। সেই স্বপ্ন যেন পূরণ হয়।
জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, পুলিশ, বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি ও হামলায় ১৪ জন নিহত এবং ৯০০-এর বেশি মানুষ আহত হন। তাদের মধ্যে অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন।
বিডি প্রতিদিন/কেএইচটি