চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে নাশকতার সৃষ্টির অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (পশ্চিম)। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সোমবার (১৭ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর পাহাড়তলী থানার সাগরিকা রোডের জানে আলমের ছেলে মো. মোরশেদ (৩৫) ও ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকার আহাম্মদ শরীফের ছেলে মো. ছগির প্রকাশ গুরু ছাগির (৪৬)।
পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, হালিশহর থানা এলাকায় নাশকতা সৃষ্টির মূল পরিকল্পনাকারী ৪টি অস্ত্র মামলাসহ ৬ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসব অস্ত্র দিয়ে আসামিরা বিভিন্ন ধরনের নাশকতা করার পরিকল্পনা ছিল বলে জানায় তারা। এ ঘটনায় হালিশহর থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে।
বিডি প্রতিদিন/এএম