চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, স্বৈরাচারী সরকারের শত জুলুম-নির্যাতন স্বত্তেও কোনো নেতাকর্মী বিএনপি ছেড়ে যায়নি, রাজপথ ছেড়ে যায়নি। এটিই হলো জনগণের প্রতি বিএনপির নেতাকর্মীদের ভালোবাসা ও দায়িত্ববোধ।
তিনি বলেন, যারা ক্ষমতাকে কুক্ষিগত করতে নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছিল। জনগণের টুঁটি চেপে ধরে এদেশে দখল, নিপীড়ন, নির্যাতন, গুম ও খুনের রাজত্ব কায়েম করেছিল। বিএনপিকে ধ্বংস করতে গিয়ে তারা নিজেরাই আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বোয়ালখালীর চরখিজিরপুর ইউনিয়নে বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন, কোরআন তেলোয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, এদেশের জনগণ আওয়ামী লীগকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। কারণ এদেশের মানুষের সঙ্গে তাদের সম্পর্ক ছিল না। তাদের আনুগত্য ছিল পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে। আমাদের বিশ্বাস বিএনপির প্রতি জনগণের পূর্ণ আস্থা ও সমর্থন রয়েছে। তাই যতদিন পর্যন্ত মানুষের ভোটের অধিকার আদায় হবে না আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। অতীতের ন্যয় মানুষের পাশে থাকব।
তিনি বলেন, আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এদেশের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করবে।
চরখিজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম কফিল উদ্দিনের সভাপতিত্বে ও বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুর হোসাইনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা উপজেলা বিএনপির আহবায়ক ইসহাক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহিদুল আলম, উপজেলা বিএনপি নেতা শওকত আলম, এমদাদ আনসারী, ইউসুফ মাস্টার, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহ্বায়ক গোলজার হোসেন, বোয়ালখালী যুবদলের সদস্য সচিব মহসিন খোকন, চট্টগ্রাম জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরেফিন রিয়াদ।
বিডি প্রতিদিন/নাজিম