শহীদ লিয়াকত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় ২৭তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী শনিবার অনুষ্ঠিত পরীক্ষায় ৯১টি কেন্দ্রে ৩৮ হাজার ১৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সংসদ গঠিত পরিদর্শন টিমে জোনভিত্তিক কেন্দ্র পরিদর্শন করেন সংসদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন, অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর, ড. আল্লামা আব্দুল্লাহ আল মারুফ, স ম হামেদ হোসাইন, এইচ এম মুজিবুল হক শাকুর, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, জসিম উদ্দিন তৈয়্যবী, হাফেজ আহমদ, মাঈনুদ্দীন চৌধুরী হালিম, শাবি অধ্যাপক এমদাদুল হক, ফেনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার ও চাঁদপুর জজকোর্টের আইনজীবী সমিতির সহ-সভাপতি এমদাদুল হক পাটওয়ারী।
আরও ছিলেন অধ্যক্ষ কাজী আবদুল হান্নান, মুফিজুর রহমান, ইঞ্জিনিয়ার আরিফ উদ্দীন, কফিল উদ্দীন রানা, পরিচালক কাজী আহসানুল আলম, উপ-পরিচালক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জাহেদ, কাজী জয়নাল আবেদীন, মাসুম বিল্লাহ, আব্দুল হামিদ, কুতুব উদ্দীন, শহীদুল ইসলাম, রাসেদুল ইসলাম রাসেল সচিব মাসরুর রহমান, এইচ এম ফোরকান উদ্দীন, ইসতিয়াক রাফি, মামুনুর রশীদ প্রমুখ।
আগামী ২০২৬ সালের ১৫ জানুয়ারি দুপুর ২টায় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই