বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, একাত্তরের মতো জুলাইকে নিয়েও একটা শ্রেণি ব্যবসা শুরু করেছে। জুলাইয়ে কোনো একক নেতা ছিল না।
শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সভাপতি বলেন, আমরা কোনোভাবেই জুলাইকে হারাতে দিবো না। পতিত বা নব্য ফ্যাসিবাদ সকলের হাত থেকে জুলাইকে রক্ষা করা হবে।
নবীনদের উদ্দেশে তিনি বলেন, আপনারা পড়ালেখা করছেন সমাজের কৃষক, শ্রমিক সকল পেশার মানুষের ট্যাক্সের টাকায়। সমাজের প্রতি আপনাদের দায়িত্ব অনেক। সেটা নিজ দক্ষতাবলে যথাযথভাবে পালন করতে হবে।
এসময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, খুনি হাসিনা ছাত্রশিবিরের উপর বর্বরোচিত নির্যাতন চালিয়েছিল। এমনকি নিষিদ্ধ পর্যন্ত করেছিল। কিন্তু শিবির থেকে গেছে মানুষের হৃদয়ে, আর হাসিনা পালিয়েছে দিল্লিতে। ছাত্রশিবির ন্যায়ের পক্ষে, আজাদীর জন্য সবসময় লড়ে গেছে এবং যাবে। শিবির যদি কোনো অন্যায় করে, তাহলে আপনারা প্রতিবাদ করবেন। তিনি শিবিরের নতুন ধরার রাজনীতি অনুসরণের আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন খান, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন, শাখার সাবেক সভাপতি আব্দুল মোহাইমিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই