রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হবে। ভর্তি আবেদন চলবে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বুধবার রাবির আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, আগামীকাল (বৃহস্পতিবার) থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, এ বছর ১৬ জানুয়ারি ‘সি’ (বিজ্ঞান) ইউনিট, ১৭ জানুয়ারি ‘এ’ (মানবিক) ইউনিট ও ২৪ জানুয়ারি 'বি' (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে ১২টা ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
আরও জানা যায়, 'এ' (মানবিক) ইউনিটে আছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। 'বি' (বাণিজ্য) ইউনিটে আছে বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং 'সি' (বিজ্ঞান) ইউনিটে আছে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ এবং ভেটেরিনারি এ অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ।
আবেদন ফি নিয়ে বলা হয়েছে, 'এ' (মানবিক) ইউনিটের আবেদন ফি ১,৩২০ টাকা, 'বি' (বাণিজ্য) ইউনিটের আবেদন ফি ১,১০০ টাকা ও 'সি' (বিজ্ঞান) ইউনিটের আবেদন ফি ১,৩২০ টাকা। সব ফি ১০ শতাংশ সার্ভিস চার্জসহ।
এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কোটায় (মুক্তিযোদ্ধার ছেলে/মেয়ে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, খেলোয়াড় ও বিকেএসপি) ভর্তিচ্ছু প্রার্থীদের আবেদন করতে হবে।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd থেকে জানা যাবে।
বিডি প্রতিদিন/কেএ