নিয়োগবিধি সংশোধন ও দ্রুত নিয়োগের দাবিতে গাইবান্ধায় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের মূল গেট বন্ধ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। সেইসঙ্গে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বুধবার বেলা ১১টার দিকে গাইবান্ধা আইএলএসটি ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাতে বিভিন্ন প্লেকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে বিক্ষুব্ধ কিছু শিক্ষার্থী ভবনের গ্লাস ভাঙচুর ও শ্রেণিকক্ষের চেয়ার টেবিল বাইরে এনে ভেঙে তাতে অগ্নিসংযোগ করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য বহুবার প্রতিশ্রুতি দেওয়া হলেও তার বাস্তবায়ন করা হয়নি বরং সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। এমনকি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
বিডি প্রতিদিন/জুনাইদ