চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হবে।
এতে ৩১টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করবেন। এছাড়া সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের ৮৪ জন শিক্ষার্থী ও ফ্রেশ গ্রাজুয়েটসহ ১৪১ জন অংশগ্রহণ করার কথা রয়েছে।
বুধবার চুয়েটের পিএমই বিভাগের সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পিএমই বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। উপস্থিত ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, মোহাম্মদ মামুন উর রশিদ, অমিত দাশ এবং আবু সায়েম বিশ্বাস।
বিডি প্রতিদিন/এএম