সম্পূরক বৃত্তি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ তিন দফা দাবিতে প্রায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অনশন চালিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত পাঁচ শিক্ষার্থী। সেই সঙ্গে এবার অনশনকারীদের সাথে যোগ দিয়ে উপাচার্যসহ পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এ বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকে অনশনকারীদের সাথে একাগ্রতা প্রকাশ করে চলমান আন্দোলনে অংশ নেয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয় তারা।
শিক্ষার্থীরা বলেন, এ প্রশাসন চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এদের আর এক মুহূর্ত আমরা এখানে দেখতে চাই না। আমরা গেট লক করে ভিসি এনেছি আমাদের অধিকারের আদায়ের জন্য, কোনো তাল-বাহানার জন্য নয়। এ ভিসিসহ পুরো প্রশাসনের অবিলম্বে পদত্যাগ করতে হবে।
এসময় জবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের কিসোর সাম্য বলেন, আপনার আর বসে থাকার দরকার নাই চেয়ার থেকে নেমে যান। আমরা নতুন কাউকে বসিয়ে দাবি আদায় করব। এই প্রশাসন আমাদের সাথে তামাশা করছে। আমরা যারা জগন্নাথে পড়ি তাদের ৩৬৫ দিনের মধ্যে ২০০ দিনই আন্দোলন-সংগ্রাম করতে হয়।
উল্লেখ্য, তিন দফা দাবিতে গতকাল দুপুর ২টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ভাষা শহীদ রফিক ভবনের নিচে অনশন করছেন। তারা হলেন— বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বোটানি বিভাগের একেএম রাকিব, ২০১৯-২০ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ফয়সাল মুরাদ, ২০২০-২১ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ফেরদৌস শেখ ও একই শিক্ষাবর্ষের ইতিহাসের শাহিন মিয়া এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অপু মুন্সি।
শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো—
১. শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করতে হবে।
২. বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
৩. ক্যাফেটেরিয়ায় ভুর্তকি প্রদান করে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি ও শীতাতপ নিয়ন্ত্রন নিশ্চিত করতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল