ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক ক্রমাগত নৃশংস আগ্রাসন এবং বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুর ১টায় কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সমাবেশ করেন নেতাকর্মী। এ সময় তারা মুখে কালো কাপড় বেঁধে চলমান নির্যাতন ও গণহত্যার বিপক্ষে অবস্থান জানান। এতে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাবিপ্রবি শাখা সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকারসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘গাজার আকাশে বাতাসে আজ লাশের গন্ধ। ইসরায়েল আন্তর্জাতিক, মানবিক, সব নিয়ম ভঙ্গ করে সাংবাদিক ও স্বাস্থকর্মীসহ অসংখ্য নিরপরাধ মানুষ এবং শিশুকে হত্যা করেছে। আমাদের আহ্বান মুসলিম দেশগুলো এক হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো।’
তিনি আরও বলেন, ফিলিস্তিনের সাথে বাংলাদেশের মানুষের সম্পর্ক অন্যরকম। ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত বহুবার বাংলাদেশ সফর করেছিলেন।
ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, ‘বিশ্বের যে কোন প্রান্তে মুসলিমরা নির্যাতিত হলে বাংলাদেশের মানুষ সবার আগে প্রতিবাদ করে। দীর্ঘদিন ধরে গাজায় যে গণহত্যা সংঘটিত হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি যুদ্ধ বন্ধে জাতিসংঘকে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি।
এছাড়াও সমাবেশ শেষে বাংলাদেশ পাসপোর্টে ইসরাইল প্রবেশে নিষেধাজ্ঞা লেখা পুনর্বহাল এবং তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চিহ্ন করার দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/জামশেদ