চৌদ্দগ্রাম এইচ. জে পাইলট হাইস্কুলের এসএসসি ব্যাচ ২০১৫ এর ১০তম বার্ষিক ইফতার অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও এসএসসি ২০১৫ ব্যাচের সদস্যরা এই বিশেষ ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন।
জানা গেছে, গত ১০ বছর ধরে এই ইফতার প্রোগ্রামের মাধ্যমে একত্রিত হয়ে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে ব্যাচের সদস্যরা।
এবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব এবং এসএসসি ২০১৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এরপর সবাই একসঙ্গে ইফতার করেন।
অনুষ্ঠানটি ২০১৫ ব্যাচের সদস্য, প্রাক্তন শিক্ষক ও স্থানীয় গণ্যমান্যদের মিলনমেলায় পরিণত হয়। এই উদ্যোগে সামাজিক সম্পর্ক মজবুতকরণের পাশাপাশি একটি ভালো উদাহরণ সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।