গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিদ্যুৎ বিল কমিয়ে আনার লক্ষ্যে আবাসিক শিক্ষার্থীদের বৈদ্যুতিক হিটার ও রাইস কুকারে রান্না বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার রাতে ছাত্রদের তিনটি হল পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। হল প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই আহ্বান জানান।
পরিদর্শনকালে অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, প্রত্যেকের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়কে ধারণ করা প্রয়োজন। যাতে সবার সহযোগিতায় বিদ্যমান সমস্যাগুলো দূর করে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে পারি। তবে আবাসিক ছাত্ররা বৈদ্যুতিক হিটার ও রাইস কুকারে রান্না করায় প্রতিমাসে প্রচুর বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। যা আমাদের ব্যয় বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ সময় আগামী পহেলা জুলাই থেকে সকল হলে ডাইনিং, মেস সিস্টেম বা যেকোনোভাবে নিজস্ব খাবার ব্যবস্থাপনা চালু করার পাশাপাশি প্রভোস্টদের নিয়মিত হল তদারকি ও ছাত্রদের সকল তথ্য সংরক্ষণের নির্দেশ প্রদান করেন উপাচার্য।
তিনি আরো বলেন, প্রয়োজনে ছাত্রদের তত্ত্বাবধানে খাবারের ব্যবস্থা করা হবে। এতে খাবারের গুণগত মান বাড়বে এবং ছাত্ররা ম্যানেজমেন্ট শিখবে। দিনশেষে বিশ্ববিদ্যালয়ের ব্যয় সংকুচিত হবে।
পরিদর্শনকালে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে ইন্টারনেট সংযোগে গতি আনা, হল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও প্রয়োজনীয় ফ্যান লাগানোর বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানান উপাচার্য। এ সময় প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল