রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থী এক কমকর্তাকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
শনিবার নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, জুলাই অভ্যুত্থানের ছাত্রদের উপর হামলা ও নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতারকৃত কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দফতরের সহকারী রেজিস্ট্রার আলী মো. নাসায়ের (ইমন)। তিনি ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন এবং সাবেক রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত