কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির আওতায় কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা) কমিটির ত্রৈমাসিক সভা এবং আইন সহায়তা ক্যাম্পেইন।
মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির (এমজেএসকেএস) আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহযোগিতায় এবং সুইডেন সরকারের অর্থায়নে শনিবার দুপুরে শহরের খলিলগঞ্জস্থ এএফএডি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জিকা কমিটির সভাপতি সফি খান, এবং সঞ্চালনায় ছিলেন এমজেএসকেএস-এর জেলা সমন্বয়কারী মো. লুৎফর রহমান।
এ সময় বক্তব্য দেন সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, অ্যাডভোকেট মাহবুবা আক্তার চুমকি, এএফএডির নির্বাহী পরিচালক সাঈদা ইয়াসমিন, নারী নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, এবং অধ্যক্ষ প্রতিমা রায় চৌধুরী প্রমুখ।
বক্তারা নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং আইনি সহায়তা পাওয়ার উপায়সহ নানা বিষয়ে আলোচনা করেন।
বিডি প্রতিদিন/আশিক