অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রূপরেখা নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে ‘একাত্মতার দেয়াল’ ও ‘গণতান্ত্রিক আইন ছাত্র পরিষদ’র যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মাতিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি সাইদুল হক নিশান এবং সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ।
এছাড়াও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আইন ছাত্র পরিষদের সংগঠক সুদীপ্ত হালদার, শওকত ওসমান স্বাক্ষর, আব্দুর রহমান, স্বর্ণক মণ্ডল, আরিফুল আরিফিন এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক ভূমিকা সরকার, নিশাত মালিহা ঐশী, মৃত্যুঞ্জয় রায় প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ