রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি কোর্সে আসন ফাঁকা থাকা সাপেক্ষে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ খান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্নাতক শেষে অনেক বিভাগের শিক্ষার্থী চলে যাওয়ায় মাস্টার্সে আসন ফাঁকাই থাকে। বিশেষ করে কৃষি অনুষদে এটা বেশি দেখা যাচ্ছে। ফলে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্যরা ভর্তির সুযোগ পাবে। তবে অবশ্যই পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে।
সিন্ডিকেট সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের ৫৩৭তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত অনুসারে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত মাস্টার্সে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুযোগ পাবেন। তবে জাতীয় বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন না। স্নাতক ও স্নাতক সম্মান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকা শিক্ষার্থীরাই কেবল আবেদনের জন্য বিবেচিত হবে। অনুষদ অধিকর্তার তত্ত্বাবধানে বিভাগগুলো পৃথক ভর্তির আয়োজন করবে।
বিডি প্রতিদিন/এমআই