কিডনি ডিজিজে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৫টায় ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে (NIKDU) ইন্তেকাল করেন তিনি।
মৃত্যু শিক্ষার্থীর নাম নাইমুর রহমান সীমান্ত। তিনি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। বহুদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি।
সীমান্তের স্মৃতিচারণ করে তার এক সহপাঠী বলেন, সেই ছিলেন অত্যন্ত মেধাবী, সাদাসিধে এবং মিশুক স্বভাবের। আমাদের বন্ধু এভাবে চলে যাবে আমরা কেউ ভাবতে পারি নাই। পরপারে ভালো থাকুক সীমান্ত।
এ শিক্ষার্থীর মৃত্যুতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের পক্ষ থেকে এক শোক বার্তায় জানানো হয়, 'তার এই অকাল প্রয়াণে বিভাগ, শিক্ষার্থীরা ও বিশ্ববিদ্যালয় পরিবার অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। শোক বার্তায় বিভাগীয় শিক্ষকরা তার আত্মার শান্তি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
নাইয়ুর রহমান সীমান্তের স্মৃতিকে অমলিন রাখতে বিভাগের পক্ষ থেকে বিশেষ দোয়া ও শোকসভা আয়োজনের পরিকল্পনার কথাও বলা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত