দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন এবং হেনস্থার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ সোমবার (১০ মার্চ) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
মানববন্ধনে ছাত্রদল নেতা মো. জহিরুল ইসলাম বলেন, ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বর নোয়াখালির সুবর্ণচরে ভোট দেওয়ার অপরাধে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ধর্ষণের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হয়নি। সিলেটের এমসি কলেজে ২০২০ সালে সন্ত্রাসী ছাত্রলীগ কর্তৃক স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনার আসামিরা গ্রেফতার হয়েছে ঠিকই কিন্তু তাদের প্রাপ্য সাজা ফাঁসি হয়নি। দেশে যদি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর হতো তাহলে দেশে এখন এই নিকৃষ্ট কাজগুলো সহজেই নিয়ন্ত্রণ করা যেত।
তিনি আরও বলেন, ‘মাগুরার ৮ বছর বয়সী আছিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। এবং দেশে ধর্ষণের ঘটনাগুলোর তদন্ত ৭ দিনের মধ্যে শেষ করে ২১ দিনের মধ্যে ফাঁসি কার্যকর করতে হবে অথবা দেশে শৃঙ্খলা ফেরাতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’
ছাত্রদল নেতা নাজমুস সাকিব বলেন, ‘দেশে ডাকাতি, ছিনতাই এবং ধর্ষণের মতো নিকৃষ্ট কাজ প্রতিনিয়ত ঘটছে। কিছুদিন আগে আমাদের বোন আছিয়া ধর্ষণের শিকার হয়েছেন। আমরা অতিদ্রুত আসামিদের বিচার চাই। আমরা এমন একটা দেশ চাই যেখানে নারীরা নির্ভয়ে চলাচল করতে পারবেন, পড়াশোনা করতে পারবেন, মুক্তভাবে বেঁচে থাকতে পারবেন।’
বিডি প্রতিদিন/জামশেদ