‘এডিংটন’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে লাল গালিচায় হাজির হয়েছিলেন অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন। সহশিল্পীদের নিয়ে স্টোন যখন রেড কার্পেটে আলোকচিত্রীদের ক্যামেরার সামনে দাঁড়ান, তখন বাঁধে বিপত্তি।
একটি মৌমাছি স্টোনের মুখের সামনে দিয়ে বারবার ঘুরতে থাকে। হাত দিয়ে তাড়িয়ে, ফুঁ দিয়ে উড়িয়েও যে মৌমাছিকে সহজে সেখান থেকে সরানো যায়নি। কানে স্টোন ও মৌমাছি বিভ্রাটের এই খবর ও ছবি এসেছে পেইজ সিক্সে।
ছবি তোলার জন্য সহ-অভিনেতা পেদ্রো প্যাসকাল ও অস্টিন বাটলারের মাঝে দাঁড়িয়েছিলেন হলিউডি অভিনেত্রী এমা স্টোন। হঠাৎ করে অভিনেত্রীর মাথার ওপর উড়তে থাকে মৌমাছি। একটু ভয় পেয়ে পিছিয়ে যান স্টোন। ঠিক নাকের সামনে মৌমাছির ওড়াউড়িতে বিব্রত হয়ে যান স্টোন। নায়িকার অবস্থা দেখে এসময় বেশ মজা নেন পেদ্রো প্যাসকল। মৌমাছির দিকে ফুঁ দিয়ে সেটিকে সরিয়ে দিতে চেষ্টা করেন অস্টিন বাটলার। কিন্তু বেয়াড়া মৌমাছিটিকে কেউই স্টোনের সামনে থেকে সরাতে পারেননি।
কানের লালগালিচায় এমা স্টোন পরেছিলেন সাদা ও হালকা গোলাপি রঙা পোশাকে। অ্যারি অ্যাস্টার পরিচালিত ‘এডিংটন’ সিনেমার গল্প এগিয়েছে নিউ মেক্সিকোর একটি ছোট শহরকে ঘিরে।সিনেমটি প্রেক্ষাগৃহে আসবে ১৮ জুলাই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ