রাজশাহীর চারঘাটে পদ্মার শাখা বড়াল নদে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে তারা বাড়ির পাশে বড়াল নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর দুজন পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিস সদস্যরা তাদের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন— উপজেলার থানাপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে মাহিদ ইসলাম (১৭) এবং ইসরাফিল হকের ছেলে রিহান ইসলাম (১৭)। মাহিদ পদ্মা উচ্চ বিদ্যালয়ের ও রিহান পুলিশ একাডেমি স্কুলের দশম শ্রেণির ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে চারঘাট থানার ওসি মিজানুর রহমান জানান, নিহতদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/সুজন