পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে হরিণ শিকারিদের হামলায় সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব আহত হয়েছেন।
সোমবার দুপুরে আলোরকোল এলাকার ডিমেরচরে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় বন বিভাগ তিন শিকারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া তিন শিকারি হলেন—বাগেরহাটের রাফি হাসান (২৬), রামপালের শাহিদ মল্লিক (২৮) ও আলামিন আকুঞ্জি (২৭)। এ সময় শিকারিদের ফাঁদ ও একটি ইঞ্জিনচালিত নৌযান জব্দ করা হয়।
বন বিভাগ জানায়, রাস উৎসব উপলক্ষ্যে কিছু শিকারি হিন্দু তীর্থযাত্রীর ছদ্মবেশে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকার করছিল। খবর পেয়ে রানা দেব বনরক্ষীদের নিয়ে অভিযান চালালে শিকারিরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে দুবলার শুঁটকি পল্লীর অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সরকারি কর্মকর্তার ওপর হামলা ও হরিণ শিকারের অভিযোগে মামলা করে আদালতে পাঠানো হবে। পালিয়ে যাওয়া অন্যদের ধরতে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/সুজন