ঢাকা-বরিশাল মহাসড়কের বালুর বস্তায় টিকে থাকা বামরাইল ব্রিজ দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার বেলা ১১টায় উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাসদ উজিরপুর শাখার আয়োজনে এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক আবুল কালাম মাস্টার। বক্তব্য রাখেন, বাসদ উজিরপুর শাখার সদস্য সচিব মঞ্জুর মোর্শেদ, বাসদ বরিশাল জেলা বর্ধিত ফোরামের সদস্য সাগর দাস আকাশ, শ্রমিক নেতা সেলিম সর্দার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নেতা লাকি বেগম, ওটরা ইউনিয়ন শাখার আহ্বায়ক হরি দাস রায় এবং সদস্য সচিব খোকন গাজী।
প্রতিদিন হাজার হাজার যানবাহন এই সেতুর ওপর দিয়ে চলাচল করে। বালুর বস্তায় ভর করে দাঁড়িয়ে থাকা এমন একটি সেতু মানুষের জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। বক্তারা দ্রুত ব্রিজটি সংস্কার ও তার আগে ডাইভারশন সড়ক নির্মাণের দাবি জানান।
মানববন্ধন শেষে ব্রিজটি সংস্কারের দাবিতে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা ভূমি কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সুজন