নেত্রকোনা শহরের রাজুর বাজার কলেজিয়েট স্কুলে দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা শেষে অবসরে যাওয়া সহকারী শিক্ষক মাহমুদা বেগমকে দেওয়া হয়েছে বিশেষ ও রাজকীয় বিদায় সংবর্ধনা।
সোমবার স্কুলের গভর্নিং বডি এবং শিক্ষার্থীরা তাঁকে সজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে শহর প্রদক্ষিণের মাধ্যমে বাড়ি পৌঁছে দেন। এই আয়োজনের সঙ্গে ছিল মোটরসাইকেল বহর, যা অনুষ্ঠানটিকে আরও ভব্য ও দৃষ্টিনন্দন করেছে।
একই দিনে একই প্রতিষ্ঠানের অফিস সহায়ক মো. ওয়ারেছ আলীকেও একইভাবে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষক ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বিদ্যালয়টি এমন আয়োজনের মাধ্যমে শিক্ষকদের যথাযথ মর্যাদা প্রদর্শন করেছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষককে মানপত্র, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া স্কুলের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি ফাহিম রেজা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদ, স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা।
জেলা শিক্ষা কর্মকর্তা এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেন। তিনি বলেন, শিক্ষকদের প্রতি এমন সম্মান প্রদর্শন ভবিষ্যতে আরও গুণী শিক্ষকের উদ্ভব ঘটাবে। শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, শিক্ষকরা চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাবা-মায়ের পরে শিক্ষকের শিক্ষা ও আদর্শ সমাজে ছেলে-মেয়েদের চরিত্র গঠনে বড় ভূমিকা রাখে। তাই শিক্ষকদের যথাযথ সম্মান দেওয়া উচিত।
এই অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক উভয়েই আবেগে আপ্লুত ছিলেন। উপস্থিত সবাই জানান, এমন সংবর্ধনা শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা ও শ্রদ্ধার চিত্র তুলে ধরে। জেলা শিক্ষা কর্মকর্তাও মনে করেন, নেত্রকোনায় প্রথমবারের মতো ঘোড়ার গাড়িতে শিক্ষকের বাড়ি পৌঁছে দেওয়ার এই আয়োজন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিডি-প্রতিদিন/মাইনুল