ভারতের মহিলা ক্রিকেট দলকে প্রথমবারের মতো বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সম্প্রতি অনুষ্ঠিত উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ জেতার জন্য ভারতের চ্যাম্পিয়ন দল পাচ্ছে ৫১ কোটি রুপি।
নাভি মুম্বাইয়ে রোববার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা জেতেন হারমানপ্রিত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল। চ্যাম্পিয়ন হওয়ার ফলে আইসিসি থেকে দলটি পেয়েছে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৯ কোটি ৭৮ লাখ রুপি।
বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, শিরোপা জয়ী দলকে বোর্ডের তরফ থেকে ৫১ কোটি রুপি পুরস্কারের ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, “গত মাসে আইসিসি চেয়ারম্যান জয় শাহ উইমেন’স বিশ্বকাপের প্রাইজমানি ৩০০ শতাংশ বৃদ্ধি করেছেন। এসব পদক্ষেপ নারী ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়েছে। আমরা খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফসহ পুরো দলকে এই পুরস্কার দিচ্ছি।”
আইসিসির ঘোষণায় দেখা যায়, এই আসরের মোট প্রাইজমানি ছিল ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা আগের আসরের তুলনায় ২৯৭ শতাংশ বেশি। তুলনামূলকভাবে, ২০২২ সালে নিউ জিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রাইজমানি ছিল মাত্র ৩৫ লাখ মার্কিন ডলার।
উইমেন’স বিশ্বকাপ জয়ে ভারতীয় দলকে এই বিশাল আর্থিক স্বীকৃতি নারী ক্রিকেটকে আরও শক্তিশালী এবং উৎসাহদায়ক করে তুলবে বলে মনে করা হচ্ছে।
বিডি প্রতিদিন/মুসা