খাগড়াছড়ির পাহাড়ে আমন ধান কাটা শুরু হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ির পানখাইয়াপাড়া বিলে ধান কর্তনের উদ্বোধন করেন খাগড়াছড়ির কৃষি সম্প্রাসারণ বিভাগের উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরী।
কৃষক হাসান আলীর মাঠে ব্রী ধান ১০৩ উফসী জাতের পাকা ধান কতন করা হয়। ধান কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ব্রী ধান ১০৩ কাটার মধ্য দিয়ে খাগড়াছড়িতে আমন ধানের কত্তনের সুচনা করা হয়।উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, খাগড়াছড়ি জেলায় এবারে ২৯ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের সহকারী পরিচালক ওংকার বিশ্বাস, জেলা পরিসংখ্যান কর্মকর্তা রিয়াসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কর্মকর্তা মুক্তা চাকমা , ধান গবেষণা ইনস্টিটিউট খাগড়াছড়ির আঞ্চলিক অফিসের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মীর ও বাইদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাব্বি হাসান ও উপসহকারী প্রকৌশলী নীতিভূষণ চাকমা সহ কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দরা।
উল্লেখ্য ধান গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে কৃষক কে বীজ সার ঔষধ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছেন।
বিডি প্রতিদিন/এএম