জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে মাঠে নেমেছেন বিএনপির প্রয়াত দুই সংসদ সদস্যের উত্তরাধিকারীসহ চার হেভিওয়েট প্রার্থী। এই প্রার্থীরা হলেন- বিএনপির সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য প্রয়াত আবদুল আলীমের ছেলে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল আলীম ও সাবেক সংসদ সদস্য প্রয়াত মোজাহার আলী প্রধানের ছেলে মো. মাসুদ রানা প্রধান। বিএনপির অন্য দুজন হলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল গফুর মণ্ডল। অন্যদিকে জামায়াতের একক প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণায় রয়েছেন জেলা জামায়াতের নায়েবে আমির মো. ফজলুর রহমান সাঈদ। প্রধান দুই দলের বাইরে যারা নির্বাচন প্রার্থী হয়েছেন বা হওয়ার জন্য তৎপরতা চালাচ্ছেন তারা হলেন-
গণঅধিকার পরিষদের জেলা কমিটির সদস্যসচিব আমিনুল ইসলাম মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মওলানা আবদুল ওয়াদুদ। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) নির্বাচনে প্রার্থী দেবে বলে দলীয় নেতারা জানান। বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফয়সল আলীম নিজেকে জনপ্রিয় দাবি করে বলেন, ‘রাজনীতি করি সততার সঙ্গে। সবসময় নিজে দুর্নীতিমুক্ত জীবনযাপন করি। আমার ক্লিন ইমেজের জন্যই আমি আশা করি দল আমাকে মনোনয়ন দেবে।’ আরেক মনোনয়নপ্রত্যাশী মো. মাসুদ রানা প্রধান বলেন, ‘জন্মলগ্ন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছি। সব ধরনের আন্দোলনে অংশ নিয়েছি। জেল জুলুম নির্যাতনেও দলের প্রতি অবিচল থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে লড়াই সংগ্রাম করেছি। দলমত নির্বিশেষে জয়পুরহাটের সর্বস্তরের মানুষের কাছে আমার জনপ্রিয়তা বেশি। এ জন্যই মনোনয়নের ব্যাপারে আমি আশাবাদী।’ জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, ‘আমি অনেক মামলার শিকার হয়েছি, মাসের পর মাস জেল খেটেছি। আমার বিরুদ্ধে এখনো ৮টি মামলা চলমান। নির্যাতিত নেতা হিসেবে এ আসনে মনোনয়ন পাওয়ার আমিই একমাত্র হকদার। আমি আশা করি দল সেটি বিবেচনা করবে।’ মনোনয়নপ্রত্যাশী আবদুল গফুর মণ্ডল বলেন, ‘এ জেলায় বিএনপি নেতা হিসেবে আমার চেয়ে বেশি কেউ নির্যাতিত হয়নি। আমাকে গুম করা হয়েছিল। বহু মামলা আছে আমার বিরুদ্ধে। আমি একজন অধ্যক্ষ, জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক। আমি মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী।’ জামায়াতের প্রার্থী ফজলুর রহমান সাঈদ বলেন, ‘দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করছি। জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি।’
শিরোনাম
- আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন কমলা হ্যারিস
- ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার কোটি টাকা
- সোমবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ : ইসি সচিব
- অবশেষে চীন-ভারত সরাসরি ফ্লাইট চালু
- মালয়েশিয়ায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ
- সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার
- শ্রীলঙ্কার দুই বিমানবালাকে মারধরের অভিযোগে সৌদি যুবক গ্রেফতার
- অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনারের নতুন দুই ভ্যারিয়েন্ট উন্মোচন
- যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে : মাসুদ সাঈদী
- যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার নতুন বাণিজ্যচুক্তি সই
- আবারও পাকিস্তান প্রধানমন্ত্রী-সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
- নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল
- বাগেরহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
- বাকসু নির্বাচনের দাবিতে অনশনে এক শিক্ষার্থী
- গৃহশিক্ষকসহ স্কুলছাত্রকে এসিড নিক্ষেপ: দুই যুবকের যাবজ্জীবন
- ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়ন হবে না : জোনায়েদ সাকি
- সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ বনদস্যু বাহিনীর প্রধান আটক
- বগুড়ায় পৌর কর্মচারীদের মানববন্ধন
- ইরাকে তেলের খনিতে অগ্নিকাণ্ডে নিহত ২
মনোনয়ন দৌড়ে বিএনপির চার নেতা, একক প্রচারে জামায়াত
শামীম কাদির, জয়পুরহাট
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর