বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে বাগেরহাট জেলা যুবদল।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লার নেতৃত্বে শহরের স্বাধীনতা উদ্যান থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
র্যালিতে বাগেরহাট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবুল হাসান, পৌর যুবদলের আহ্বায়ক মো. সুমন পাইক, রামপাল উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ জিয়াউর রহমান জিয়া, মোংলা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, শরণখোলা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইব্রাহিম মোল্লা, মোল্লাহাট উপজেলা যুবদলের আহ্বায়ক মুরাদ চৌধুরী, চিতলমারী উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, মোরেলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সোহাগ হাওলাদার, ফকিরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজু মোল্লা, মোল্লাহাট উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন শেখ জিয়াউর রহমান, ফকিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, চিতলমারী উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালিতে অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দেন।
বিডি-প্রতিদিন/জামশেদ