দীর্ঘদিন রাঙামাটির কাপ্তাই হ্রদ ড্রেজিং না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, বিগত সময়ে যে সরকার ক্ষমতায় থাকুক না কেনো, রাঙামাটি কাপ্তাই হ্রদ একটু খনন কারতে পারবে না এমন কোনো পরিস্থিতি ছিল না।
সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কাপ্তাই হ্রদের স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, যদি কাপ্তাই হ্রদ খনন করার মতো পরিস্থিতি না থাকে, তাহলে বুঝতে হবে দেশ কতো খারাপ অবস্থায় ছিল। মানুষের বেঁচে থাকার মতো কোন অবস্থায় ছিল না। ছাত্র আন্দোলন করে যেভাবে ফ্যাসিস্ট অপসারণ করা হয়েছিল। ঠিক সেভাবে অধিকার আদায় করে নিতে হবে। শেষ সময়ে রাঙামাটি কাপ্তাই হ্রদ নিয়ে নীতি নির্ধারক পর্যায়ে কিছু পরিবর্তন করার আশ্বাস দেন তিনি।
এ সময় মৎস্য উন্নয়ন কর্পোরেশন চেয়ারম্যান ফারাহ শাম্মী বলেন, কাপ্তাই হ্রদ নিয়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার ক্ষেতে বিশেষ নীতি অবলম্বন করতে হবে। সংখ্যায় অধিক কিংবা অপরিকল্পীত পর্যটক কেন্দ্র হুমকির মুখে ঠেলে দিবে কাপ্তাই হ্রদ ও মৎস্য সম্পদ।
মতবিনিময় সভায় রাঙামাটি অতিরিক্তি জেলা প্রশাসক মো. রুহুল আমীন, রাঙামাটি কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম