অগ্নিকাণ্ড নিয়ে জনসচেতনতা বাড়াতে পাবনায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অগ্নি নির্বাপন ও নিরাপত্তা সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পাবনা পৌর এলাকার সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি অগ্নিকাণ্ডের সময় করণীয়, আগুনের ধরন অনুযায়ী নেভানোর পদ্ধতি নিয়ে আলোচনা করেন। আগুন নেভানোর যন্ত্র ব্যবহারের নিয়ম এবং দ্রুত ফায়ার সার্ভিসকে তথ্য জানানোর গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থী ও শিক্ষকদের বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, আগুনের উৎস বুঝে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। সবার আগে ফায়ার সার্ভিস অথবা ৯৯৯ নম্বরে দ্রুত ফোন করে সঠিক তথ্য জানাতে হবে। পরে আগুন নেভাতে বাস্তব প্রদর্শনী ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ পাবনা জেলা শাখার সভাপতি মাহবুবুল আলম ফারুক। তিনি বলেন, বসুন্ধরা শুভসংঘ সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। অগ্নি নির্বাপক বিষয়ে এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকরা সচেতন হলে ভবিষ্যতে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। এ উদ্যোগ দেশের সম্পদ রক্ষায় ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুর্মী পারভীন, কালের কণ্ঠ পাবনা জেলা প্রতিনিধি ও শুভসংঘের জেলা উপদেষ্টা প্রবীর সাহা, শুভসংঘ পাবনা সদর উপজেলা শাখার সভাপতি ফারহানা আক্তার, সাধারণ সম্পাদক মারুফ সরদার, সহকারী প্রধান শিক্ষক জাকিয়া সুলতানা, শিক্ষক আফরোজা নাজনীন, নাহিদ ইসলাম, হাসিনা আক্তার ছন্দাসহ অন্যরা।
বক্তারা শিক্ষার্থীসহ সবাইকে অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতন থাকতে ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।