জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে উন্নয়নের গল্প শুনিয়ে বিদেশে অর্থ পাচার করেছে। তার মাশুল দিতে হচ্ছে দেশের মানুষকে। চট্টগ্রামে নদীর নিচে টানেলের জন্য প্রতি দিন আমাদের লক্ষাধিক টাকা লস বহন করতে হচ্ছে। ৩ বছরের মাথায় মেট্রোরেলের দেওয়ালে ফাটল ধরেছে। বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হয় পথচারী। গুলি আর আগুনের সাথে টাকা পাচারের উন্নয়ন প্রকল্প দিয়েও মানুষ মারে শেখ হাসিনা।
সোমবার পঞ্চগড়ে ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সোহরাওয়ার্দী পার্কে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন রাশেদ প্রধান।
রাশেদ প্রধান বলেন, যারা জুলাই সনদের আইনগত ভিত্তি চায় না, জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করে জুলাই সনদকে গৌণ করতে চায়, কথায় কথায় মুজিববাদী ৭২ এর সংবিধানের দোহাই দেয়, তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের মতো নতুন স্বৈরতন্ত্র সৃষ্টি করতে চায়।
বিডি-প্রতিদিন/বাজিত