শারীরিক প্রতিবন্ধী আব্দুর রসিদ। মসজিদে ইমামতি করে সংসার চালান। তার দুই মেয়ে। অভাব অনটনের মধ্যে দিয়ে কোন রকম সংসার চালাচ্ছেন। এরেই মধ্যে তার বড় মেয়ের বিয়ে। দিনাজপুর সদর উপজেলার দপ্তরী পাড়ায় বসবাসরত আব্দুর রসিদের পরিবারে ছিল আনন্দের প্রস্তুতি বড় মেয়ের বিয়ের আয়োজন। কিন্তু অভাবের তীব্রতায় যখন শেষ মুহূর্তে চাল জোগাড় করতে না পেরে দুশ্চিন্তায় ভেঙে পড়েন তিনি।
মানবিক দায়িত্ববোধ থেকে দ্রুত সহায়তার উদ্যোগ গ্রহণ করেন বসুন্ধরা শুভসংঘ সদর উপজেলা শাখার বন্ধুরা। তার বড় মেয়ে বিয়ের জন্য দুই বস্তা চাল উপহার হিসেবে আব্দুর রসিদের হাতে তুলে দেওয়া হয়।
শুক্রবার শারীরিক প্রতিবন্ধী ইমাম আব্দুর রসিদ হাতে এ উপহার সহয়তা তুলে দেওয়া হয়।
উপহার সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন, উপদেষ্টা রেজাউল করিম, বসুন্ধরা শুভসংঘ সদর উপজেলা শাখারেসভাপতি আসতারুল আলম, দপ্তর সম্পাদক মিলন আহাম্মেদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান ফুয়াদ, কার্যকরী সদস্য শিবশ্রী রায়, জাকারিয়া ইসলাম জীবন, লিটন হোসেন আকাশ, লক্ষণ সরকারসহ আরও অনেকে।
বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি আসতারুল আলম বলেন, ‘শুভসংঘ শুধু একটি সংগঠন নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর একটি প্ল্যাটফর্ম। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।’
শারীরিক প্রতিবন্ধী ইমাম আব্দুর রসিদ এই সহায়তা পেয়ে শুভসংঘের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই সহযোগিতা আমাদের জন্য অনেক বড় সহায়তা। এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধকে আরও জাগ্রত করে। দোয়া করি বসুন্ধরা গ্রুপের জন্য এবং শুভসংঘ বন্ধুদের প্রতি। তারা যেন এভাবেই সকল দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে পারে।’
বিডি-প্রতিদিন/আশফাক