বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেছেন, বর্তমান পরিস্থিতেতে দেশ জাতি ও সুন্নি সুফিবাদী জনতার কল্যাণে আমাদের সবার ঐক্যবদ্ধের বিকল্প নেই। তিনি বলেন, আগামী দিনে যে কোনো কর্মসূচি বাস্তবায়নে সবার ঐক্যবদ্ধ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। গতকাল চট্টগ্রামে একটি রেস্টুরেন্টে ‘বর্তমান প্রেক্ষাপটে তরিকতপন্থিদের জন্য করণীয় শীর্ষক মতবিনিময়’ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন ভাণ্ডার দরবার শরিফের শাহজাদা সৈয়দ মামুনুর রশিদ আমিরী, গাউছে হাওলাপুরী দরবার শরিফের সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী, ঘিলাতলা দরবার শরিফের মুফতি বাকিবিল্লাহ আল আজহারী, শায়খ সাইফুল্লাহ ফারুকী, সাতগাছিয়া দরবার শরিফের সৈয়দ মোতাছিম বিল্লাহ্, মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, মুফতি আশেকুর রহমান হাফেজনগরী প্রমুখ।