প্রথমবার যখন এমপি হন তখন শাহরিয়ার আলম নিজ নির্বাচনি এলাকার সাধারণ মানুষের কাছে পরিচিতি পান ‘ভদ্র ছেলে’ হিসেবে। তার নির্বাচনি এলাকায় ‘ভদ্র ছেলে’ এমপি হয়েছে এমন আলোচনা ছড়িয়ে পড়ে। কিন্তু দিন যত গেছে শাহরিয়ার আলমের সেই পরিচ্ছন্ন ভাবমূর্তি তত ম্লান হতে থাকে। রাজনীতির মাঠে আধিপত্য প্রতিষ্ঠায় নানা কূটকৌশল আর প্রতিহিংসার রাজনীতি তার সেই ‘ভদ্র ছেলে’ উপাধিটাই গিলে খেয়েছে। উল্টো গত কয়েক বছরে প্রতাপশালী ‘কূটরাজনীতিক’, ‘অহংকারী’ ও ‘হিংস্র’ খেতাবও তাকে দেন বাঘা-চারঘাটের অনেকেই।
প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই নিজ নির্বাচনি এলাকায় শাহরিয়ার আলমের গ্রহণযোগ্যতা দ্রুত কমতে থাকে। তার বিরুদ্ধে দুর্নীতি, লুটপাট, অপরাজনীতি ও প্রতিপক্ষের প্রতি নিষ্ঠুর নির্যাতনের মতো অভিযোগ উঠতে থাকে অহরহ। বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাই শুধু নয়, নিজ দল আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও নির্যাতনের ভূরিভূরি অভিযোগ তার বিরুদ্ধে। এলাকার লোকজনের ভাষ্য, শাহরিয়ার আলম শুধু রাজনীতিতেই যে ‘ভদ্রছেলে’র তকমা হারিয়েছেন তা নয়, ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও তিনি তার আগের অবস্থান হারিয়েছেন। প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নতুন সংসার পাতেন আরেক নারীর সঙ্গে, যা নিয়ে এলাকাজুড়ে পড়েন জোর সমালোচনার মুখে।
নিজের নির্বাচনি আসনে শাহরিয়ার আলম তার বিকল্প কোনো নেতৃত্ব তৈরি হতে দিতে চাননি শুরু থেকেই। তিনি এমপি হওয়ার পর থেকেই প্রবীণ আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপেক্ষিত হতে শুরু করেন। চারঘাট-বাঘার আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি রাহেনুল হক ও তার অনুসারীরা যাতে কোনোভাবেই এলাকায় মাথাচাড়া দিতে না পারেন, সেজন্য যখন যা প্রয়োজন তাই করেছেন। এলাকায় তার কথাই ছিল শাসন। কেউ বিপক্ষে গেলেই নানানভাবে হয়রানির শিকার হয়েছেন। এলাকাবাসী বলছে, শাহরিয়ার আলমকে প্রথমে সাধারণ মানুষ চিনতই না। এলাকায় তিনি থাকতেন না। এমপি হওয়ার জন্যই এলাকায় আসেন। এলাকার মানুষ প্রথমে তাকে ‘ভদ্রছেলে’ হিসেবেই গ্রহণ করেছিল। কিন্তু গত ১৫ বছর বেশি সময় ধরে তিনি যেসব কর্মকাণ্ড করেছেন, তাতে আর কারও কাছে সম্মান পান না। এমনকি নিজ দলের সাধারণ কর্মীরাও তাকে নেতিবাচক দৃষ্টিতে দেখেন।
চারঘাটের বাসিন্দা এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ বছরের পর বছর শাহরিয়ার আলমের নির্দেশ ও ইন্ধনে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। একের পর এক মামলার শিকার হয়েছেন চাঁদসহ বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। গত ১৫ বছরের বেশির ভাগ সময় বাঘা ও চারঘাটে প্রকাশ্যে কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। এ সময়ের মধ্যে আবু সাঈদ প্রায় সাত বছর কারাবন্দিই ছিলেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে প্রায় ৮০টি। বাঘা-চারঘাটে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি তৈরি করে নিজের অবস্থান ধরে রাখার কাজটি সূক্ষ্মভাবেই করেছেন শাহরিয়ার আলম। সাবেক এমপি রাহেনুল হক, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়েব উদ্দিন লাবলু, বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলী ও সাবেক ইউপি চেয়ারম্যান মেরাজ উদ্দিন নানানভাবে শাহরিয়ার আলমের হয়রানির শিকার হয়েছেন। এমনকি দীর্ঘদিন তারা কারাগারেও কাটিয়েছেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে। শাহরিয়ার আলম রাজশাহীতে আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনো পদে ছিলেন না। ২০০৮ সালে এমপি হওয়ার পর জেলা আওয়ামী লীগের সদস্য হন। পরে ২০১৪ সালে বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে বসেন। এরপর থেকে সব পর্যায়ে নিজের পছন্দের লোকজনকে কমিটিতে আনতে থাকেন। জেলা আওয়ামী লীগেও বিভক্তি বাড়াতে তিনি নিজস্ব বলয় গড়ে তোলেন। জেলার একাধিক এমপিকেও নিজের বলয়ে নিয়ে দলে বিভক্তি তৈরি করেন। যার জেরে জেলা আওয়ামী লীগ বছরের পর বছর সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে।
তার নির্যাতনের শিকার হয়েছেন বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী। ২০১২ সালে বিভিন্ন অভিযোগে শাহরিয়ার আলমের লোকজনের করা মামলায় তিনি জেল খাটেন। আক্কাছ আলীর বিরুদ্ধে এখনো মামলা রয়েছে একাধিক। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য। দলিল লেখক সমিতির চাঁদাবাজির জেরে গত ২২ জুন বাঘায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম নিহত হন। ওই ঘটনায় শাহরিয়ার আলমের অনুসারী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান মামলা করেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলামসহ ৪৫ জনকে আসামি করে। এ মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় মেরাজকে।
এলাকার লোকজন বলছেন, নিজ নির্বাচনি এলাকা চারঘাটে পোশাক কারখানা স্থাপনসহ নানা লোভ দেখিয়ে শাহরিয়ার স্বল্পমূল্যে কিনেছেন কোটি কোটি টাকার জমি। চারঘাট-বাঘা মহাসড়কের পাশে মেরামতপুর এলাকায় লিলি সিনেমা হল ২০১০ সালে বন্ধ হয়ে গেলে হলমালিকরা ভবনসহ জমিটি বিক্রির উদ্যোগ নেন। ঢাকার এক সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান হলটি কিনে আধুনিকীকায়নের উদ্যোগ নেয়। কিন্তু ২০১৪ সালে শাহরিয়ার আলম প্রতিমন্ত্রী হওয়ার পর সিনেমা হলের জায়গাটি কিনে সেখানে কারখানা গড়ে তোলার ঘোষণা দেন। সিনেমা হলের ৩৭ শতক জমি ও ভবন কোটি টাকায় কেনার মানুষ থাকলেও কারখানা করার কথা বলে হলমালিকদের কয়েকজন অংশীদারকে রাজি করান শাহরিয়ার আলম। পরে বাকি অংশীদারদের চাপে ফেলে মাত্র ৫০ লাখ টাকায় ৩৩ শতক জমি ও ভবনসহ সিনেমা হল কিনে নেন। কিন্তু ১০ বছর অতিবাহিত হলেও সেখানে কোনো পোশাক কারখানা হয়নি।
২০২২ সালে চারঘাট সদরে উপজেলা ভূমি অফিসের পূর্ব পাশে বিশ্বনাথ নামে এক ব্যক্তির কাছ থেকে ৩৩ শতাংশ জমি কেনেন শাহরিয়ার আলম। এ ছাড়া বাঘা, লালপুর ও ঈশ্বরদীতে নামে-বেনামে শাহরিয়ার আলমের আরও জমি কেনার তথ্য পাওয়া গেছে। বাঘা উপজেলার পাশে নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের এক নেতার কন্যাকে দ্বিতীয় বিয়ে করেন শাহরিয়ার আলম। এরপর প্রথম স্ত্রীকে তালাক দেন। পরে প্রতিমন্ত্রীর প্রভাব খাটিয়ে দ্বিতীয় স্ত্রীর মাকে ২০২১ সালে মেয়র বানান শাহরিয়ার আলম। শুধু তাই নয়, দ্বিতীয় স্ত্রীকে লালপুরে কয়েক কোটি টাকা খরচ করে বাড়ি করে দেন।
২০২০ সালে রাজশাহীর গোদাগাড়ীর গোগ্রাম ইউনিয়নের বসন্তপুর মোড়ের পাশে একই প্লটে ৪০ বিঘা জমি কেনেন শাহরিয়ার আলম। জমির মালিক ছিলেন বাঘা উপজেলার বাঘা পেট্রোলপাম্পের মালিক গোলাম মোস্তফা। তার অভিযোগ, মূল্য পরিশোধ না করে শাহরিয়ার আলম প্রতারণার মাধ্যমে দখল নিয়েছেন সেই জমি। এ ছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলার চৌধুরীহাট এলাকায় ২০১০ সালে ২৫ বিঘা জমি কেনেন শাহরিয়ার। লালমনিরহাটের কালীগঞ্জেও ২০১৭ সালে ১৩ বিঘা জমি কিনে সেখানে গড়ে তোলা হয়েছে খামারবাড়ি।
এলাকাবাসীর অভিযোগ, ২০০৮ সালে এমপি হওয়ার পর এসব জমি ও অর্থসম্পদ গড়ে তোলার নেশায় শাহরিয়ার আলম তার নির্বাচনি এলাকায় ব্যাপক লুটপাট চালিয়েছেন। তিনি তার নিজস্ব লোক দিয়ে নিয়ন্ত্রণ করতেন টিআর-কাবিখাসহ সরকারি সব অনুদান ও প্রকল্প। এমনকি স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক নিয়োগেও করেন বাণিজ্য। চাকরি, বদলিসহ বিভিন্ন কাজেও নেন মোটা অঙ্কের টাকা। প্রতিমন্ত্রীর তহবিলে টাকা না দিলে কারও টিআর-কাবিখা বা সরকারি অনুদান পাওয়ার সুযোগ ছিল না। অভিযোগ রয়েছে, বাঘা সাবরেজিস্ট্রি কার্যালয়ের দলিল লেখক সমিতির চাঁদাবাজির সুযোগ করে দেন শাহরিয়ার আলম। বছরের পর বছর পকেট কমিটি গঠন করেন। তার করে দেওয়া কমিটি মাসে অন্তত অর্ধকোটি টাকা চাঁদা আদায় করত। শাহরিয়ার আলম সেই টাকার একটা অংশ নিতেন বলে অভিযোগ রয়েছে। এই বিতর্কিত কমিটির বিরুদ্ধে আওয়ামী লীগের আরেকটি পক্ষ মাঠে নামলে গত জুন মাসে সংঘর্ষ হয় দুই পক্ষে। এতে আওয়ামী লীগ নেতা আশরাফুল নিহত হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকেই পলাতক শাহরিয়ার আলম। তার বাঘার আড়ানী পৌরসভার তিন তলা বাড়িতে এখন সুনসান নীরবতা।