টানা তিন মাসের হাতে-কলমে প্রশিক্ষণ শেষে চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলার ৪০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভীন, সদর হাসপাতালের ওসিসি প্রোগ্রাম অফিসার ইল্লিন সুলতানা, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার নাজমুল হুদা ও মো. মামুন, এবং বসুন্ধরা শুভসংঘ দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি হাজী আব্দুল কাদির।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান সংগঠনটির সামাজিক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ‘বসুন্ধরা গ্রুপের অর্থায়ন ও ব্যবস্থাপনায় বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী নারী উন্নয়ন, শিক্ষাবৃত্তি, গৃহহীনদের জন্য বাড়ি নির্মাণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।’
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ বলেন, ‘বিনামূল্যে তিন মাসের প্রশিক্ষণ শেষে উপহার হিসেবে ৪০ সৌভাগ্যবান নারীর মধ্যে যে সেলাই মেশিন প্রদান করা হলো, তা প্রান্তিক নারী জনগোষ্ঠীর উন্নয়ন ও সমৃদ্ধির মাইলফলক হবে বলে আমি মনে করি। বসুন্ধরা গ্রুপের এমন টেকসই সহায়তা কার্যক্রম প্রশংসার দাবি রাখে। এমন মহৎ উদ্যোগের জন্য আমি এই শিল্পগোষ্ঠীকে ধন্যবাদ জানাই।’
প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা বলেন,‘এই সুযোগ আমাদের জীবনে নতুন দিগন্ত খুলে দিয়েছে। এখন আমরা নিজের হাতে উপার্জনের পথ পেয়েছি।’
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দৈনিক কালের কণ্ঠ–এর জেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার উপদেষ্টা জিসান আহমেদ।
বিডি-প্রতিদিন/আশফাক